আসানসোল।
আসানসোল নগরনিগমে ‘নির্মল সাথী’ প্রকল্পের অধীনে কর্মরত স্বাস্থ্যকর্মীরা বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবিতে নগরনিগম প্রধান দপ্তরের দুইটি গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন। কর্মীদের অভিযোগ, গত চার মাস ধরে বেতন না মেলায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
সকালে থেকেই শতাধিক কর্মী নগরনিগমের সামনে জড়ো হয়ে “বেতন দাও – ন্যায্য অধিকার দাও” স্লোগান দিতে থাকেন। বহু কর্মী জানান, দিনের পর দিন মানুষের সেবা করলেও নিজেদের সন্তানদের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস পর্যন্ত কেনা সম্ভব হচ্ছে না।
এক মহিলা স্বাস্থ্যকর্মীর ক্ষোভভরা বক্তব্য—
“আমরা জনসাধারণের স্বাস্থ্যের জন্য মাঠে নামি, কিন্তু বাড়িতে গিয়ে দেখি রান্নার হাঁড়ি খালি। এখন বেতনের টাকা ছাড়া সংসার চালানোই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”
কর্মীদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে, নাহলে তাঁরা অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করবেন। দুপুর দুটো পর্যন্ত চলা এই ধর্নার কারণে নগরনিগমের কাজকর্ম কার্যত স্তব্ধ হয়ে যায়। অফিসের ভেতরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, এই প্রথম নয়—‘নির্মল সাথী’ প্রকল্পের কর্মীরা অতীতে বহুবার বেতন বিলম্বের সমস্যার শিকার হয়েছেন। তবে টানা চার মাসের বকেয়া এবার তাঁদের জীবনযুদ্ধে একেবারে চরম সংকট তৈরি করেছে।
বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—বেতন না পাওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবেই।