কলকাতা: পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাস সংক্রমণের ঘটনা সামনে আসতেই রাজ্যজুড়ে চরম সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান (এনআইএমআর)-এর একটি বিশেষজ্ঞ দল কলকাতার আলিপুর চিড়িয়াখানায় বাদুড়ের রক্ত ও সোয়াব নমুনা সংগ্রহ করে আরটি-পিসিআর পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার ভোরে আলিপুর চিড়িয়াখানা চত্বরে থাকা বাদুড়দের থেকে নমুনা সংগ্রহ করা হয়। সাধারণ দর্শনার্থীদের কোনও অসুবিধা না হয়, সেই কারণেই চিড়িয়াখানা খোলার আগেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা হয়।
জানা গেছে, আলিপুর চিড়িয়াখানায় বাদুড়ের সংখ্যা যথেষ্ট বেশি। স্বাস্থ্য দপ্তরের অনুরোধে বন দপ্তরের বিশেষ অনুমতি নিয়ে এই স্যাম্পলিং করা হয়েছে। এই পরীক্ষা পরিচালিত হচ্ছে ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (আইসিএমআর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)-র সহযোগিতায়।
রাজ্যের প্রধান বন্যপ্রাণ সংরক্ষক ও প্রধান বন্যপ্রাণ প্রতিপালক সন্দীপ সুন্দরিয়াল জানান, বাদুড় ধরার জন্য সমস্ত প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল এবং কঠোরভাবে নিরাপত্তা বিধি মেনে কাজ করা হয়েছে। আধিকারিকদের মতে, পরীক্ষার রিপোর্ট আসতে কয়েক দিন সময় লাগতে পারে।
এদিকে শনিবার নদিয়া জেলাতেও বিশেষজ্ঞদের একটি দল বাদুড়ের নমুনা সংগ্রহ করবে বলে জানা গেছে। নিপাহ ভাইরাসের সম্ভাব্য উৎস এবং সংক্রমণের বিস্তার নির্ধারণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি রাজ্যে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার দু’টি ঘটনা সামনে এসেছে। আক্রান্ত দু’জনই নার্স, যাঁরা বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিপাহ ভাইরাস অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে। তাই সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।











