আসানসোল:
আসানসোলের কুলটি বিধানসভা এলাকার নিয়ামতপুর গ্রামে ভক্তি ও ধর্মীয় আবহে শুরু হলো শ্রী শ্রী শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও জ্ঞান মহাযজ্ঞ। গত বছরের মতো এ বছরও গ্রামবাসীদের উদ্যোগে এই মহাধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ থেকে টানা ৭ দিন ধরে চলবে এই পবিত্র গীতা পাঠ ও যজ্ঞ অনুষ্ঠান।
এই ধর্মীয় অনুষ্ঠানের সূচনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় নগর পরিক্রমা। নিয়ামতপুর গ্রামের কালীবাড়ি থেকে সকাল প্রায় ১০টা নাগাদ নগর পরিক্রমা শুরু হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এই নগর পরিক্রমায় বিপুল সংখ্যক মহিলা ভক্তদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন বিকাল ৪টা থেকে গীতা পাঠ শুরু হবে, যা চলবে টানা সাত দিন। এই মহাযজ্ঞে বৃন্দাবন থেকে আগত বিশিষ্ট প্রবক্তা শ্রী মাধব চৈতন্য দাস মহারাজ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও ব্যাখ্যা প্রদান করবেন।
গীতা পাঠের পাশাপাশি থাকছে যজ্ঞ, পূর্ণ আহুতি এবং সমাজসেবামূলক কর্মসূচি হিসেবে নর-নারায়ণ সেবা। আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক চেতনা জাগ্রত করাই তাঁদের মূল উদ্দেশ্য।
ধর্মপ্রাণ মানুষদের ভিড়ে ইতিমধ্যেই নিয়ামতপুর গ্রাম উৎসবের রূপ নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের আধ্যাত্মিক আয়োজন নতুন প্রজন্মের মধ্যেও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।











