নিয়ামতপুরে গভীর রাতে দোকানে চুরি, মোবাইলের টর্চ জ্বালিয়ে তাণ্ডব—CCTV ভাইরাল

single balaji

আসানসোল:
আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অধীন নিয়ামতপুর ফাঁড়ি এলাকার আকোনবাগান খাটালের পাশে একটি দোকানে গভীর রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দোকানের এলবেস্টার শিট ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোর।

দোকান মালিক উমেশ যাদব জানিয়েছেন, গতকাল গভীর রাতে তাঁর দোকানের এলবেস্টার শিট ভেঙে দোকানের ভিতরে প্রবেশ করে দুষ্কৃতী। ঘটনার CCTV ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি দোকানের ভিতরে ঢুকে নিজের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে বিভিন্ন জিনিসপত্র তন্নতন্ন করে খুঁজছে।

আজ সকাল প্রায় ৯টা নাগাদ দোকান খুলে উমেশ যাদব দেখতে পান, দোকানের এলবেস্টার ভাঙা এবং ক্যাশবাক্স থেকে নগদ ১৪,৫০০ টাকা উধাও। সঙ্গে সঙ্গে তিনি নিয়ামতপুর ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ দোকানটি ঘিরে তদন্ত শুরু করেছে এবং CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকায় থাকা অন্যান্য দোকান ও বাড়ির ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে।

এই ঘটনার পর আকোনবাগান ও আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিয়মিত টহলের দাবি তুলেছেন। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

ghanty

Leave a comment