[metaslider id="6053"]

দাদার অস্থি বিসর্জনে গিয়ে ভাইপোর মর্মান্তিক মৃত্যু, বিড়ভানপুর শ্মশানে চাঞ্চল্য

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বুধবার সন্ধ্যেবেলা ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। বিড়ভানপুর শ্মশানে এক যুবক দাদার অস্থি বিসর্জন দিতে গিয়ে দামোদর নদে তলিয়ে গেলেন। মৃত যুবকের নাম সুব্রত পাল (২৬), যিনি নেতাজি নগর কলোনি, চাষিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

কী ঘটেছিল সেই মর্মান্তিক সন্ধ্যায়?

স্থানীয় সূত্রে খবর, সুশান্ত পাল নামে এক ব্যক্তির মৃত্যু হওয়ায় বিড়ভানপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। তারপর সন্ধ্যেবেলায় পরিবারের সদস্যরা দামোদর নদে অস্থি বিসর্জনে যান। সেই সময় সুব্রত আচমকাই নদীর গভীরে চলে যায় এবং জলে ডুবে যেতে থাকে।

তাঁকে বাঁচাতে আরও দুই আত্মীয় ঝাঁপ দেন নদীতে। কিন্তু প্রবল স্রোতের কারণে তাঁরা নিজেরাও বিপদে পড়েন। স্থানীয়দের তৎপরতায় সেই দুই জনকে উদ্ধার করা গেলেও, সুব্রতের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আতঙ্ক ছড়ালো বিড়ভানপুর শ্মশান জুড়ে

এই ঘটনার পর পুরো শ্মশান জুড়ে হইচই পড়ে যায়। খবর দেওয়া হয় কাঁকসা ও বারজোড়া থানায়। সন্ধ্যা নেমে যাওয়ায় সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি।

সুব্রতের এক আত্মীয় বাবন বণিক জানান, “আমার কাকাশ্বশুরের মৃত্যু হয়েছিল। আমরা অস্থি বিসর্জন দিতে গিয়েছিলাম। সুব্রত আর তার বাবা গিয়েছিল নদীতে। হঠাৎ দুজনেই ডুবে যেতে থাকে। কাকাশ্বশুরকে উদ্ধার করা গেলেও, সুব্রতকে আর পাওয়া যায়নি।”

উদ্ধার কাজে নেমেছে প্রশাসন

স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে। রাত পর্যন্ত চলছিল উদ্ধার অভিযান।

ghanty

Leave a comment