পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাভোগ্রাম গ্রাম কমিটি পুনর্বাসনের দাবিতে বুধবার ইসিএলের সোনপুর বাজরি খনির নাভোগ্রাম সাইটে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হল। দীর্ঘদিন ধরে পুনর্বাসন নিয়ে কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা।
নাভোগ্রাম গ্রাম কমিটির সভাপতি সতাংশু মণ্ডল ও সম্পাদক সিরাজ জানান, ২০২৩ সাল থেকেই ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত নাভোগ্রামের পুনর্বাসন নিয়ে কোনও কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে পুনর্বাসনের বিষয়টি এড়িয়ে যাচ্ছে। সেই কারণেই বাধ্য হয়ে বুধবার সোনপুর বাজরি এলাকার নাভোগ্রাম সাইটে সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
গ্রাম কমিটির পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে যদি পুনর্বাসনের বিষয়ে কোনও লিখিত ও বাস্তব সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে এই খনিতে স্থায়ীভাবে কাজ বন্ধ করে দেওয়া হবে।
শুধু পুনর্বাসন নয়, আরও একাধিক গুরুতর সমস্যার কথাও তুলে ধরেছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, নাভোগ্রাম থেকে পাণ্ডবেশ্বরে যাওয়ার জন্য মাত্র একটি প্রধান রাস্তা রয়েছে, অথচ সেই রাস্তার খুব কাছেই মাটি খনন করা হচ্ছে। এতে যেকোনও সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গ্রাম কমিটির দাবি, রাস্তার অন্তত ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনও খনন কাজ করা যাবে না।
এছাড়াও, খনিতে নিয়মিত ব্লাস্টিংয়ের কারণে গ্রামবাসীরা চরম সমস্যার মুখে পড়ছেন। বাড়িঘরে ফাটল, আতঙ্ক এবং পরিবেশগত ক্ষতির অভিযোগও উঠেছে। গ্রাম কমিটির বক্তব্য, ইসিএল কর্তৃপক্ষকে এই সমস্ত বিষয় গুরুত্ব সহকারে দেখতে হবে।
বিক্ষোভের পর ইসিএল কর্তৃপক্ষ গ্রাম কমিটিকে বৈঠকের জন্য ডেকেছে বলে জানা গেছে। তবে গ্রামবাসীরা জানিয়েছেন, আশ্বাস নয়—এবার তারা লিখিত ও বাস্তব পদক্ষেপ চান। দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন নাভোগ্রামের মানুষ।











