পাণ্ডবেশ্বর (আসানসোল শিল্পাঞ্চল):
দুর্গাপূজার প্রাক্কালে পাণ্ডবেশ্বরের বাজারে এক নজিরবিহীন মানবিক উদ্যোগ নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি ব্যক্তিগতভাবে প্রায় ৮০০ জন শিশুকে নিয়ে বাজারে ঘুরলেন এবং তাদের পছন্দমতো পূজোর কেনাকাটা করার সুযোগ করে দিলেন।
🔹 শিশুদের আনন্দে উৎসবের রঙ
শিশুরা নানা দোকানে গিয়ে পছন্দমতো জামাকাপড়, খেলনা, অলঙ্কার ও পূজো সামগ্রী কিনতে পারল। বাজারজুড়ে রঙিন পোশাক ও ছোটদের হাসিখুশি মুখে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। স্থানীয় দোকানিরাও এই উদ্যোগে উচ্ছ্বসিত হয়ে শিশুদের অতিরিক্ত ছাড় দেন।
🔹 মায়েদের ও বোনেদের জন্য শাড়ি বিতরণ
এই অনন্য উদ্যোগে অভিভাবকরা দারুণ খুশি। স্থানীয় এক অভিভাবক শ্রাবণী মণ্ডল বলেন –
“আমাদের বিধায়ক আমাদের অভিভাবকের মতো। তিনি শুধু শিশুদের জন্য নয়, পাণ্ডবেশ্বরের মায়েদের ও বোনেদের জন্যও পূজোর সময় ৬০ হাজার শাড়ি বিতরণ করেন। এটাই পাণ্ডবেশ্বরের সংস্কৃতি।”
🔹 ‘পাণ্ডবেশ্বর সংস্কৃতির মিলনক্ষেত্র’
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন –
“পাণ্ডবেশ্বর সংস্কৃতির এক মিলনক্ষেত্র। এখানে দুর্গাপূজা, ঈদ, ছট কিংবা কালীপূজা – সব উৎসব আমরা একসঙ্গে পালন করি। তাই শিশুদের মুখে হাসি ফোটানোর জন্যই এই উদ্যোগ, যাতে তারা নিজেদের পছন্দের জামাকাপড় কিনতে পারে এবং উৎসবের আনন্দ উপভোগ করতে পারে।”
🔹 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
বিধায়কের এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বহু মানুষ প্রশংসা করে লিখেছেন – “নেতারা যদি এভাবে মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজে সুখ আর ঐক্য দুটোই বাড়বে।”
🔹 পাণ্ডবেশ্বরের সংস্কৃতি
পাণ্ডবেশ্বর বরাবরই সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে। পূজোর সময় এইরকম শিশুদের জন্য বিশেষ উদ্যোগ পাণ্ডবেশ্বরকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।












