আসানসোল: বৃহস্পতিবার বিএনআর মোড়ের রবীন্দ্র ভবনের সামনে ভারতীয় জনতা যুব মোর্চা (BJYM)-র উদ্যোগে ‘নমো যুবা ওয়ারিয়র্স’ নামে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। প্রচুর সংখ্যক যুবকের উপস্থিতিতে রাজনৈতিক পরিবেশ বেশ গরম হয়ে ওঠে।
আসানসোল জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি অমিতাভ গোরাই জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের যুবসমাজ দ্রুতগতিতে বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছে। সেই কারণেই সারা দেশের মতো আসানসোলেও ‘নমো যুবা ওয়ারিয়র্স’ অভিযানকে জোরদারভাবে চালানো হচ্ছে।
তিনি বলেন—
“১৮ থেকে ৪০ বছর বয়সি যে কোনও যুবক কেবল একটি মিসড কলে বিজেপির সঙ্গে যুক্ত হতে পারে। দেশের প্রতিটি যুবক জানে, ভারতের উন্নত দেশের স্বপ্ন পূরণ কেবল নরেন্দ্র মোদীর হাতেই সম্ভব। তাই বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা ক্রমেই বাড়ছে।”
এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জিও। তিনি প্রশংসা করে বলেন, আজকের যুবকরাই দেশের ভবিষ্যৎ, আর যুব সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যেই তাদের আশার আলো দেখছে।
কৃষ্ণেন্দু মুখার্জি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন—
“বাংলায় এক স্বৈরাচারী সরকার চলছে, যাদের ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার নেই। বাংলার যুবকরা বেকারত্বে জর্জরিত। চাকরির অভাবে বাধ্য হয়ে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে। ফলে আজকের বাংলা প্রায় ‘বৃদ্ধাশ্রম’-এ পরিণত হয়েছে।”
এদিকে স্থানীয় বহু মানুষ ‘নমো যুবা ওয়ারিয়র্স’ অভিযানে আগ্রহ দেখিয়ে বলেন, বিজেপির এই পরিকল্পনা যুবসমাজকে সরাসরি দলের নীতি, কর্মসূচি এবং ভবিষ্যতের পরিকল্পনার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসানসোলে এই কর্মসূচির মাধ্যমে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনের আগে যুবদের মধ্যে নিজেদের শক্ত ঘাঁটি আরও মজবুত করতে চাইছে। এই অভিযানকে বিজেপির বড়সড় রাজনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।












