🔥 কুমারডিহিতে যুবকের রহস্যজনক মৃত্যু, পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল গ্রাম!
দুর্গাপুর: বৃহস্পতিবার দুর্গাপুরের পাণ্ডবেশ্বর ব্লকের কুমারডিহি গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়, যা পরিণত হয় ভয়াবহ সংঘর্ষে। পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি, আহত হন ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সহ একাধিক পুলিশ কর্মী। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
🔥 কীভাবে ঘটল ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবক পল্লব বাউড়ি (২২) প্রতিবেশী এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বুধবার রাতে সে গোপনে ওই মহিলার বাড়িতে প্রবেশ করলে স্বামী দেখে ফেলে এবং ঘরে আটকে রাখে। কিছুক্ষণ পর সেখান থেকেই উদ্ধার হয় পল্লবের ঝুলন্ত দেহ!
⚠️ পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী!
🚨 মৃতদেহ পরিবারের অনুমতি ছাড়াই নিয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয় স্থানীয়রা।
💥 বিক্ষোভকারীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে, চলে ভাঙচুর!
🚔 পুলিশের বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
🔴 পুলিশের বড়সড় অভিযান, ১৭ জন গ্রেফতার!
📌 ১৫ জন বিক্ষোভকারীর পাশাপাশি গ্রেফতার হয় মৃতদেহ উদ্ধারের বাড়ির দম্পতি।
📌 সঞ্জয় রুইদাস ও তার স্ত্রী সীমা রুইদাসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
📌 আদালতে তোলা হলে পুলিশের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন জানানো হয়।










