নিয়ামতপুরে সবজি বাজারে মোবাইল চুরি! হাতেনাতে ধরা পড়ে রেহাই পেল না চোর

single balaji

আসানসোল: আজ সকালে নিয়ামতপুরে লিথুরিয়া রোডের সবজি বাজারে এমন এক ঘটনা ঘটল, যা মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে দিল। ভিড়ে ঠাসা বাজারে মোবাইল ফোন চুরি করতে গিয়েই হাতেনাতে ধরা পড়ে এক যুবক।

চক্ষু চড়কগাছ হয়ে যায় স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীদের দাবি—সকাল ৮টার আশেপাশে এক ক্রেতার ব্যাগ থেকে মোবাইল সরানোর চেষ্টা করছিল ওই যুবক। ঠিক সেই মুহূর্তেই লোকজন তাকে ধরে ফেলে। শুরু হয় ধস্তাধস্তি, জড়ো হয়ে যায় বাজারের ব্যবসায়ী থেকে ক্রেতা—সকলেই।

স্থানীয়রা জানান—
👉 “কয়েকদিন ধরেই বাজারে চুরির ঘটনা বাড়ছিল। আজ শেষমেশ চোর হাতেনাতে ধরা পড়েছে।”

পরে খবর দেওয়া হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে পুলিশ মোবাইল চোরকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

🔍 চুরির রমরমা নিয়ে উদ্বেগ—তদন্তে নামল পুলিশ

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। বহু মানুষের অভিযোগ—

  • বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা নেই
  • সন্ধ্যার পর চোর-ছিনতাইকারীদের উপদ্রব বাড়ে
  • পুলিশ টহল আরও বাড়ানো প্রয়োজন

সূত্রের খবর, ধৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে এবং সে একটি চক্রের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

⚠️ চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়

ঘটনার পর বেশ কিছুক্ষণ বাজার এলাকায় তুমুল ভিড় ও উত্তেজনা দেখা দেয়। অনেকে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি—
👉 “বাজারে নিয়মিত পুলিশি নজরদারি না থাকলে এমন ঘটনা আরও বাড়বে।”

ghanty

Leave a comment