দুই রাজ্যে এক ভোটার! তৃণমূল বিধায়ক হরিরাম সিংকে ঘিরে তোলপাড় রাজনীতি

unitel
single balaji

আসানসোলের জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হরিরাম সিং এখন নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। চাঞ্চল্যকরভাবে জানা গেছে, তাঁর নাম এক নয়, দুই রাজ্যের ভোটার তালিকায় রয়েছে! পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় যেমন তাঁর নাম আছে, তেমনই উত্তরপ্রদেশের বালিয়া জেলার সালেমপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও হরিরাম সিং-এর নাম নথিভুক্ত রয়েছে বলে রিপোর্টে দাবি।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা অভিযোগ তুলেছে, “একই ব্যক্তি দুই রাজ্যে ভোটার, এটা কি আইনের চোখে বৈধ?”

নির্বাচনী আইন অনুযায়ী, এক ব্যক্তি কেবলমাত্র এক রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রেই ভোটার হতে পারেন। ফলে এই ঘটনায় হরিরাম সিং-এর বিরুদ্ধে ডুপ্লিকেট ভোটার আইডি তৈরি এবং নির্বাচনী নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বিজেপি ও কংগ্রেস উভয়েই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। বিজেপির এক মুখপাত্র বলেছেন,

“এটা তৃণমূলের দ্বিচারিতা এবং দুর্নীতির আরেকটা প্রমাণ। একজন বিধায়ক কিভাবে দুই রাজ্যে ভোটার হতে পারেন?”

অন্যদিকে, হরিরাম সিং নিজে দাবি করেছেন,

“এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি বহু বছর আগে উত্তরপ্রদেশে ভোটার ছিলাম, কিন্তু এখন আমার ভোটার আইডি কেবল জামুড়িয়ার।”

সূত্রের খবর, নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিষয়টি তদন্তে নামছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে বিধায়ক পদ পর্যন্ত বিপদের মুখে পড়তে পারেন হরিরাম সিং।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু তৃণমূল নয়, পুরো নির্বাচনী ব্যবস্থার ওপরই প্রশ্ন তুলে দিল।

ghanty

Leave a comment