📍কলকাতা |
নারী সুরক্ষা, স্বনির্ভরতা ও মানবাধিকারের বার্তা ছড়িয়ে দিতে এবার দেশজুড়ে এক বিশেষ উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিল”। সংস্থার চেয়ারম্যান সঞ্জয় সিনহা-র নেতৃত্বে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ‘মিশন শক্তি’ অভিযান।
রবিবার ও সোমবার এই অভিযান পরিচালিত হয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। সংস্থার টিম স্থানীয় এলাকা, গ্রাম, স্কুল ও জনসমাগমস্থলে গিয়ে মহিলাদের তাঁদের অধিকার, আত্মরক্ষার কৌশল, এবং সরকারি সুরক্ষা প্রকল্পগুলির বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন।
অভিযানের মূল লক্ষ্য— নারী ও কন্যাশিশুর সুরক্ষা নিশ্চিত করা এবং তাঁদের সমাজে স্বাবলম্বী করে তোলা।
সংস্থার চেয়ারম্যান সঞ্জয় সিনহা জানান—
“আমাদের লক্ষ্য শুধু কথা নয়, প্রতিটি নারী যেন নিজের ভেতরের শক্তি চিনে নিতে পারেন। নিজের সুরক্ষার জন্য নিজেই হোন প্রথম ঢাল।”
কর্মসূচির সময় মহিলাদের টোল-ফ্রি হেল্পলাইন নম্বর (১০৯১), সাইবার অপরাধ থেকে বাঁচার উপায়, ও মানব পাচার রোধে সচেতনতা বার্তা জানানো হয়।
এছাড়াও মহিলা ও শিশু পাচার নিয়ে বিশদ আলোচনা করেন সঞ্জয় সিনহা। সংস্থার সদস্যরা উপস্থিত মহিলাদের সহজ আত্মরক্ষার কৌশল ও বিপদ থেকে বাঁচার উপায় শিখিয়ে দেন।
সংস্থার টিমে উপস্থিত ছিলেন — সুশীল নুনিয়া, কৌশিক রায় চৌধুরী, কিরণ নুনিয়া, দীপক মিত্র, পবন সিং, মনোজ লালা, অভিজিৎ লালা, হীরা পাঠক সহ আরও অনেকে।
অভিযানের শেষে কয়েকজন সাহসী ও অনুপ্রেরণাদায়ী মহিলাকে সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয়।

















