নিজস্ব সংবাদদাতা,আসানসোল: আসানসোলের বি.এন.আর মোড়ে কফি হাউসের সামনে আর্ট গ্যালারির নিকটে এআইএমআইএম পার্টির উদ্যোগে কলকাতার আর.জি. কর হাসপাতালে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার শিকার মহিলা চিকিৎসকের ঘটনার বিরুদ্ধে বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
মৃতা চিকিৎসকের আত্মার শান্তির জন্য মোমবাতিও প্রজ্বলিত করা হয়। মোমবাতি জ্বালিয়ে পুরুষ, মহিলা নির্বিশেষে সকলে মৃতা মহিলা চিকিৎসককে শ্রদ্ধা জানান এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানান।
এআইএমআইএম নেতা দানিশ আজিজও শাসক দলের উপর আক্রমণ করে বলেন, মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও রাজ্যে এমন ঘটনা ঘটছে এবং অপরাধীদের বাঁচাতে ষড়যন্ত্রও করা হচ্ছে, যা মেনে নেওয়া যায় না। কেন এই ঘটনায় কোনো তৎক্ষণাত ব্যবস্থা নেওয়া হয়নি? এই শোকসভায় অনেক এআইএমআইএম নেতা ও সমর্থক উপস্থিত ছিলেন।