নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া: অজয় ও সিংহরণ নদী দখলের অভিযোগে, জামুড়িয়া শিল্পাঞ্চলের কিছু কারখানা মালিকের বিরুদ্ধে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জামুড়িয়া বিডিও অফিস ঘেরাও করেন এবং অবস্থান করেন। জিতেন্দ্র তিওয়ারি ইতিপূর্বে এই বিষয়ে জেলা শাসককে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার দাবি করেছিলেন। কিন্তু কোনও পদক্ষেপ না নেওয়ায়, তিনি এই ঘেরাওয়ের পথ বেছে নেন।
প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান, “কারা কত টাকা উপার্জন করছে, তাতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু যদি কেউ দেশের আইন ভঙ্গ করে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে, তবে আমি তা হতে দেব না।” তিনি আরও বলেন, “জামুড়িয়া শিল্পাঞ্চলের কিছু কারখানা মালিকরা নদীর জমি দখল করে এবং তাদের প্রবাহ পরিবর্তন করে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
এই ঘেরাওয়ে প্রচুর মানুষের সমাগম হয় এবং বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জামুড়িয়ার প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে প্রাক্তন মেয়রের এই উদ্যোগকে সমর্থন জানিয়ে এলাকাবাসী বিক্ষোভে শামিল হয়েছে। এখন দেখার বিষয় হল, প্রশাসন এই নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।