[metaslider id="6053"]

আসানসোলের পুলিশ দিবসে মারোয়ারি সম্মেলনের দ্বারা পুলিশ কর্মকর্তাদের সম্মাননা

নিজস্ব সংবাদদাতা, আসানসোল : পুলিশ দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত পুলিশ কর্মকর্তাদের সম্মানিত করেছে পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের আসানসোল শিল্পাঞ্চল শাখা।

এই কর্মসূচির আয়োজন করেন শাখার সভাপতি শ্রী নরেশ আগরওয়াল। এই উপলক্ষে শাখার সম্পাদক শ্রী অনিল মোহাঙ্কা বলেন, আমাদের কর্তব্য হল দিন-রাত নিরলসভাবে আমাদের সেবা করে চলা পুলিশ সদস্যদের সম্মান জানানো।

police day 1

সম্মেলনের পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানার ইনস্পেক্টর ইনচার্জ শ্রী কৌশিক কুণ্ডু, দ্বিতীয় অফিসার শ্রীমতী অনন্যা দে, সাব-ইনস্পেক্টর রূপালী বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য কর্মকর্তাদের ফুলের তোড়া ও শাল দিয়ে সম্মানিত করা হয়।

ভগৎ সিং মোড় ট্রাফিক গার্ডের ইনচার্জ শ্রী মিশ্র এবং দক্ষিণ পুলিশ পোস্টের ইনচার্জ শ্রী সঞ্জীব দেকেও এই উপলক্ষে সম্মাননা দেওয়া হয়।

এই সময় মিষ্টি বিতরণ করা হয় এবং সমস্ত কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়। দক্ষিণ থানার ইনচার্জ শ্রী কৌশিক কুণ্ডু মারোয়ারি সম্মেলনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মেলন থেকে পরপর দ্বিতীয় বছর সম্মানিত হওয়ার সুযোগ পাওয়া তার জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল শাখার সভাপতি নরেশ আগরওয়াল, শংকর শর্মা, মনোজ ব্যাসিয়া, বিশাল মাওয়ানদিয়া, বিশাল বানসাল, আনন্দ পারেখ এবং অভিষেক কেদিয়া সহ অনেক সদস্য।

ghanty

Leave a comment