নিজস্ব সংবাদদাতা : সোমবার, আসানসোলের বুদ্ধিজীবী ও প্রবীণরা কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা ডাক্তারের ধর্ষণ এবং নির্মম হত্যার প্রতিবাদে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে আসানসোল কোর্টের গান্ধী মূর্তি পর্যন্ত পদযাত্রা করেন।
এই কর্মসূচিতে, আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন যে আসানসোলের বুদ্ধিজীবী ও প্রবীণরা আজ রাস্তায় নেমেছেন। এখানে কোনো রাজনৈতিক দলের রঙ নেই; আসানসোলের সংস্কৃতিকে মূল্যবান মনে করা সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবীরা একত্রিত হয়েছেন। সবাই এই মিছিলে যোগ দিয়ে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা ডাক্তারের ধর্ষণ ও হত্যার প্রতিবাদ করছেন।
সকলেই মোমবাতি জ্বালিয়ে মৃত ভুক্তভোগীকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, আজ যদি আমরা এর প্রতিবাদ না করি, তাহলে আগামীকাল আমাদের সন্তানদের সাথেও এমন ঘটনা ঘটতে পারে। এই প্রতিবাদের মাধ্যমে আমরা সরকারকে সতর্ক করতে চাই যে সাধারণ মানুষের সুরক্ষা আরও সচেতনতার সাথে শুরু করতে হবে। পাশাপাশি, সাধারণ মানুষকেও নারীদের প্রতি সজাগ থাকতে হবে এবং তাদের সম্মান করতে হবে। আমাদের পুরুষদেরও নিজেদের চরিত্রের উন্নতি করতে হবে। আমরা এই মর্মান্তিক ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পাশে আছি।