মালদা, মানিকচক:
গঙ্গার ফুলেফেঁপে ওঠা জল গ্রাস করেছে গোপালপুর অঞ্চলের একের পর এক গ্রাম। গত সাত দিন ধরে উত্তর হুকুমতটোলা, দক্ষিণ হুকুমতটোলা, ঈশ্বরটোলা এবং কামালতিপুর এলাকা কার্যত জলের রাজ্যে পরিণত হয়েছে।
প্রায় ৫০০ পরিবার এখন জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি, রাস্তাঘাট, চাষের জমি — সব কিছুই জলের তলায়। ছোট ছোট শিশু, বৃদ্ধ, মহিলারা চরম অসুবিধায় দিন কাটাচ্ছেন। গৃহপালিত গরু, মহিষ, ছাগলকেও নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসীরা।
সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকটে। নোংরা বন্যার জল ঘরে ঢুকে পড়ায় রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু প্রশাসনের ত্রাণ বা সাহায্যের কোনো ব্যবস্থা নেই। দুর্গতদের অভিযোগ, জল ঢোকার পর এতদিন পেরিয়ে গেলেও এখনও কেউ খোঁজখবর নিতে আসেনি।
এক স্থানীয় বাসিন্দার ক্ষোভ,
“আমরা জল আর অভাবের মধ্যে মরছি, অথচ নেতারা শুধু প্রতিশ্রুতি দেন। ত্রাণের গাড়ি এখনো এই পথে আসেনি।”
এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।











