আসানসোল/বারাবনি: সাধারণ মানুষের দৈনন্দিন ছোটখাটো সমস্যার সরাসরি সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এক অভিনব প্রকল্প – “আমার পাড়া, আমার সমাধান”। মঙ্গলবার বারাবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালানপুর ব্লক-এর ধাগুড়ি ও বনবিড্ডি এলাকায় এই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে।
📍 কোথায় হল কর্মসূচি?
- বনবিড্ডি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে (বাসুদেবপুর-জেমারি পঞ্চায়েত)
- ধাগুড়ি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে (আল্লাডি পঞ্চায়েত)
- এর পাশাপাশি অনুষ্ঠিত হয় “দুয়ারে সরকার” শিবিরও।
🗣️ মানুষ সরাসরি জানালেন তাঁদের সমস্যা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক ও আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়। গ্রামের সাধারণ মানুষ তাঁদের নিত্যকার সমস্যাগুলোর কথা বিধায়কের সামনে খোলাখুলি তুলে ধরেন।
চাহিদাগুলির মধ্যে ছিল—
- মন্দিরে ছাদের নির্মাণ
- ড্রেন (নালার) ব্যবস্থা
- কাঁচা রাস্তার সংস্কার
- পুকুরঘাট নির্মাণ
- গেট বসানোর প্রস্তাব
- বয়স্কদের বসার জায়গা
💬 বিধায়ক কী বললেন?
বিধান উপাধ্যায় জানিয়েছেন—
“প্রত্যেক বুথ স্তরে ছোটখাটো সমস্যার সমাধানের জন্য ১০ লক্ষ টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রকল্পে গ্রামের মানুষ নিজেরাই ঠিক করবেন, কোথায় কী কাজ হবে।”
তিনি আরও বলেন, যে সব ছোট কাজগুলো সাধারণত উপেক্ষিত হয়, সেগুলোর দ্রুত সমাধানই এই প্রকল্পের মূল লক্ষ্য।
👥 আর কে কে ছিলেন?
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
- সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস
- জেলা পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ আরমান
- সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল
- তৃণমূল কংগ্রেস সালানপুর ব্লক সহ-সহসভাপতি ভোলা সিংহ
- সহ আরও বহু বিশিষ্ট জন ও স্থানীয় বাসিন্দা।
গ্রাউন্ড রিপোর্ট: মানুষ বললেন, “এই প্রথম আমাদের কথা শোনা হচ্ছে”
এদিন মানুষের বক্তব্যে একটাই সুর— “আগে অনেকবার বলেছি, কেউ শোনেনি। এবার বিধায়ক নিজে এসে শুনলেন, লিখে নিলেন। এবার আমরা আশাবাদী।”