আসানসোল।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পঞ্চায়েত অঞ্চলে আজ দামোদর ভ্যালি কর্পোরেশন (ডি.ভি.সি.)-র হঠাৎ পানি ছাড়ার বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ ও ধর্ণা অনুষ্ঠিত হলো। ডি.ভি.সি. পূর্বে কোনো নোটিশ না দিয়ে পাঞ্চেত বাঁধ থেকে পানি ছেড়ে দিয়েছিল, যার ফলে পশ্চিমবঙ্গের নিম্নাঞ্চলগুলোতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়।
এই প্রতিবাদে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মালয় ঘটক। মন্ত্রীর নেতৃত্বে বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা পঞ্চেত অঞ্চলে পৌঁছে বাঁধের হেড অফিসের সামনে ধর্ণায় বসেন।
ধর্ণার আগে তৃণমূল কর্মীরা অফিস প্রাঙ্গণে সভার প্রস্তুতি নেন এবং ডি.ভি.সি. প্রশাসনের বিরুদ্ধে জোরালো স্লোগান দেন। প্রতিবাদকারীরা জানান, ডি.ভি.সি.-র এই মনমাখা সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গের বহু নিম্নাঞ্চলে মর্যাদা ও সম্পত্তির ক্ষতি হয়েছে, অথচ রাজ্য সরকারকে কোনো তথ্যই জানানো হয়নি।
আইনমন্ত্রী মলয় ঘটক বলেন,
“ডি.ভি.সি.-কে বলতে হবে কেন রাজ্য সরকারকে জানানো ছাড়াই পানি ছাড়া হলো। এটি শুধুই প্রযুক্তিগত অবহেলা নয়, বরং সাধারণ মানুষের জীবন বিপন্ন করার সমতুল্য।”
প্রদর্শন চলাকালীন প্রশাসনিক নিরাপত্তা কঠোরভাবে ব্যবস্থা করা হয়েছিল এবং পুলিশও মোতায়েন ছিল। স্থানীয়রা জানিয়েছে যে, প্রতি বছর বর্ষাকালে ডি.ভি.সি. এমন মনমাখা পানি ছাড়ে, তবে এবার রাজ্য সরকার সরাসরি মাঠে নেমে জনতার ক্ষতি রোধে সক্রিয়ভাবে ব্যবস্থা নিয়েছে, যা জনগণকে কিছুটা স্বস্তি দিয়েছে।