আসানসোল : জিটি রোডে অবস্থিত আসানসোলের মহাবীর মন্দির কমিটির উদ্যোগে ছট পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। প্রায় ২৫০ জন ভক্তকে ছটের উপকরণ তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মন্দিরের তত্ত্বাবধায়ক অরুণ শর্মা, সাউথ থানা ইনচার্জ কৌশিক কুন্ডু এবং সিটি টুডে নিউজের সম্পাদক সত্যেশ চন্দ্র।
মন্দিরের তত্ত্বাবধায়ক অরুণ শর্মা বলেন, “মহাবীর মন্দির কমিটি প্রতি বছর ভক্তদের মধ্যে পূজার সামগ্রী বিতরণ করে আসছে।” তিনি সুর কোকিলা শারদা সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মন্দির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বলেন, “এই মহতী উদ্যোগ প্রতি বছরই ভক্তদের সহায়তার জন্য আয়োজিত হয়।” তিনি সকল ছট পূজার ভক্তদের আসানসোলের সকলের কল্যাণের জন্য প্রার্থনা করার অনুরোধ জানান।
মহাবীর মন্দির কমিটি প্রতি বছর বৃহৎ পরিসরে ছট পূজার আয়োজনের জন্য সামগ্রী বিতরণ করে আসছে। ভক্তরা এই উপহার পেয়ে মন্দির কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান। এছাড়াও পূজার সামগ্রী বিতরণের সাথে মন্দির প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে।