আসানসোল: রক্তদাতাদের অগ্রগণ্য সংগঠন মহাদেব সেবা ফাউন্ডেশন সমাজসেবার ক্ষেত্রে অসামান্য কাজের জন্য ধানবাদের সংবোধি রিসোর্টে রবিবার আয়োজিত আন্তর্জাতিক সম্মান অনুষ্ঠান-এ রোটি ব্যাংক ইউথ ক্লাব-এর তরফে বিশেষভাবে সম্মানিত হয়েছে।
এই অনুষ্ঠানে মহাদেব সেবা ফাউন্ডেশনের সভাপতি শিবম ভগত, অমন প্রসাদ, সুরজ পাণ্ডে ও শম্ভু ভগত উপস্থিত ছিলেন।
শিবম ভগত জানান, ফাউন্ডেশনটি গত চার বছর ধরে নানা ধরনের সমাজসেবা চালিয়ে আসছে। এর মধ্যে রয়েছে — রক্তদান শিবির, রুটি ব্যাংক, বস্ত্র বিতরণ, শিশুদের জন্য শিক্ষা কিট বিতরণ প্রভৃতি উদ্যোগ, যা সারা বছর ধরে চলছে। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজের প্রতিটি মানুষ পর্যন্ত সেবা পৌঁছে দেওয়া—কেউ যেন রক্ত, খাবার বা শিক্ষার মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না হয়।”
এই আন্তর্জাতিক অনুষ্ঠানে ভারতের ২০টি রাজ্য — পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাটসহ বিভিন্ন রাজ্য থেকে রক্তদাতারা উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, পড়শি দেশ নেপাল ও ভুটান থেকেও রক্তদাতারা অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস মহাদেব সেবা ফাউন্ডেশনকে নিজ হাতে সম্মানিত করেন এবং তাঁদের কাজকে “সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত” বলে অভিহিত করেন।