আসানসোল (পশ্চিম বর্ধমান):
ফের ধসের ঘটনায় কেঁপে উঠলো আসানসোল! শুক্রবার ভোররাতে কালীপাহাড়ি সংলগ্ন পুরুলিয়াডাঙ্গা এলাকার এক পরিত্যক্ত জঙ্গলে ধস নেমে যায়। স্থানীয়রা জানান, ভোর চারটে নাগাদ হঠাৎ বিকট শব্দ হয়, এরপর তারা দেখেন, জঙ্গলের অনেকটা অংশ মাটি সহ নিচে তলিয়ে গেছে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।
ধসে যাওয়া স্থানটি থেকে মাত্র ৫০-৬০ মিটার দূরে রয়েছে ঘন বসতি। ফলে নতুন করে প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা শ্রীযুক্ত সুশান্ত ঘোষ জানান,
“ভোরে একটা কম্পনের মতো শব্দ হয়, জানলা খুলেই দেখি ধোঁয়ার মতো ধুলো উড়ছে, গিয়ে দেখি বিশাল এলাকা জুড়ে মাটি ভেঙে পড়েছে।”
স্থানীয়দের মতে, এই এলাকায় আগে একটি পুরনো কোলিয়ারি (কয়লা খনি) ছিল যা বহু বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা আশঙ্কা করছেন,
“পুরনো খনির খালি গ্যালারি বা সুরঙ্গের কারণেই মাটির নিচে ফাঁপা সৃষ্টি হয়েছে, আর তাই ধস নেমেছে।”
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। পুরুলিয়াডাঙ্গা ধসকবলিত এলাকা ঘিরে রাখা হয়েছে ব্যারিকেড দিয়ে। সতর্কতা হিসেবে পাশের কিছু বাড়িও খালি করে দেওয়া হয়েছে। এলাকায় চলছে মাইকে প্রচার, লোকজনকে দূরে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে যে,
“ধসের প্রকৃত কারণ জানতে জিওলজিক্যাল সার্ভে টিমকে ডাকা হয়েছে।”
স্থানীয়দের দাবি, এলাকায় যত্রতত্র এমন পুরনো কোলিয়ারি আছে যেগুলোর সঠিক ম্যাপ বা তথ্য নেই। প্রশাসনের উচিত অবিলম্বে পুরো অঞ্চলকে স্ক্যান করে বিপদ চিহ্নিত করা।