মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমানের লাউদোহা থানার আরতি গ্রামে দখলদারি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতভর চলা এই সংঘর্ষে একাধিক গাড়ি ভাঙচুর করা হয় এবং বোমাবাজি হয়। অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাম দখলের লড়াই। আরতি গ্রামের পাশে একটি বিমানবন্দর রয়েছে এবং তার পাশের বিস্তীর্ণ জমি নিয়ে এই লড়াই চলছে বলে জানা গিয়েছে।
এই জমির চুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের দখলদারি লড়াইয়ের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। সমস্যার মূল কারণ এখান থেকেই সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ সরাসরি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের শ্রমিক সংগঠন এবং তৃণমূল নেতা শেখ নাফিজুলের বিরুদ্ধে। তাদের দাবি, শেখ নাফিজুল এবং শ্রমিক সংগঠন জমি দখলের চেষ্টা করছে এবং গ্রামে উত্তেজনা ছড়াচ্ছে।
গ্রামবাসীরা জানান, সংঘর্ষের সময় তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।