“জল চাই, জীবন চাই” — রাণীতালাবে তীব্র আন্দোলন, অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার

single balaji

আসানসোল, কুলটি (সঞ্জীব যাদব):
চারদিন ধরে পানীয় জলের সরবরাহ বন্ধ থাকায় মঙ্গলবার দুপুরে রাণীতালাব মোড়ের কাছে GT রোড অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন কুলটির বহু বাসিন্দা। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষুব্ধ মানুষ প্রায় এক ঘণ্টা রাস্তায় বসে আন্দোলন চালান। ফলস্বরূপ বারাকার ও আসানসোলমুখী যান চলাচল সম্পূর্ণ থমকে যায়, তৈরি হয় ব্যাপক যানজট ও আতঙ্কের পরিবেশ।

স্থানীয় বাসিন্দা দিনেশ রবিদাস, সোনু বাউরী, সুরজ সাও, রবিশ চৌধুরী, আরজু খান ও দিনেশ মাহতো জানান, কুলটির ৭১ ও ৬৪ নম্বর ওয়ার্ডে টানা চারদিন ধরে জল নেই। স্থানীয় কাউন্সিলর ও বরো অফিসে অভিযোগ জানিয়েও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে বলে তারা জানিয়েছেন।

অভিযোগ, গোয়ালা পাড়া, মসজিদ মহল্লা, সাউথ রণীতালাব, বিডিও পাড়া ও বিনার মোড়সহ একাধিক এলাকায় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। রান্না করা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় কাজ—সবই প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আগে সেল গ্রোথ ওয়ার্কস, কুলটি থেকে জল সরবরাহ করা হতো, কিন্তু সেই ব্যবস্থাও বহু বছর ধরে বন্ধ। এখন বাসিন্দারা সম্পূর্ণভাবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের জলের উপর নির্ভরশীল। যদিও ঘরে ঘরে দেওয়া সংযোগ দিয়েও সঠিকভাবে জল পৌঁছচ্ছে না বলে অভিযোগ।

অবশেষে, প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধ কুলটি থানার পুলিশের হস্তক্ষেপে উঠে যায়। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে, খুব শীঘ্রই জলের সরবরাহ শুরু করা হবে। সেই আশ্বাসের পরেই আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

স্থানীয়দের অভিযোগ, “জল ছাড়া জীবন অসম্ভব, অথচ প্রশাসনের গা-য়ে কোনো দায়িত্ববোধ দেখা যাচ্ছে না।” পরিস্থিতি দ্রুত না বদলালে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

ghanty

Leave a comment