[metaslider id="6053"]

কুলটিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৬০ হাজার টাকা গায়েবের অভিযোগে বিক্ষোভ

কুলটি, (রিপোর্ট: সঞ্জীব কুমার যাদব): কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ি এলাকার বলতোড়িয়া অঞ্চলের ৬৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অশোক পাসওয়ানের বিরুদ্ধে যুব সংঘ গণেশ পূজা মেলা কমিটির প্রায় ৬০ হাজার টাকা গায়েব করার অভিযোগ তুলে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়লেন। শতাধিক মানুষ বুধবার বিকেলে কাউন্সিলরের অফিস ঘেরাও করে তীব্র হট্টগোল করেন।

এই ঘটনার সূত্রপাত করেন গণেশ পূজা কমিটির সঙ্গে যুক্ত স্থানীয় বাসিন্দা কৃষ্ণ ধাড়ি, পাপ্পু বর্মন, গৌতম পাসওয়ান, সন্তোষ পাসওয়ান, নির্মল বিন্দ, মুকেশ রাম, অজিত তাতি, রাহুল ধাড়ি, রাজা বিন্দ ও সুরেশ মাহাতো। তাঁদের অভিযোগ—অশোক পাসওয়ান শুধু কমিটির টাকা আত্মসাৎ করেছেন তাই নয়, বহু বছর ধরে চলা ঐতিহ্যবাহী গণেশ পূজা মেলা কমিটির বাইরে নতুন একটি কমিটি তৈরি করে বিভ্রান্তি ছড়ানোরও চেষ্টা করেছেন।

স্থানীয়দের দাবি, এত বছর ধরে এই এলাকায় গণেশ মেলা হলেও এরকম দুর্নীতি বা টাকা গায়েব হওয়ার ঘটনা ঘটেনি। তাঁরা জানিয়েছেন, মৌখিকভাবে বরাকর থানায় খবর দেওয়া হয়েছে, শীঘ্রই লিখিত অভিযোগ জমা দেওয়া হবে। পূজা কমিটির সদস্যরা আরও বলেন, সমস্যার সমাধান চেয়ে বারবার কাউন্সিলরকে ডাকা হলেও তিনি টালবাহানা করছেন। এতে মানুষের সন্দেহ আরও বাড়ছে।

এদিকে, কাউন্সিলর অশোক পাসওয়ান অভিযোগকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। তাঁর কথায়, “আমি যতদিন থেকে কাউন্সিলর হয়েছি, যুব সংঘ গণেশ পূজা কমিটির সঙ্গে যুক্ত আছি এবং আগের চেয়ে অনেক বেশি টাকা ফান্ডে জমা দিয়েছি। তার হিসাবও আমি দেখাতে পারব। এতে প্রকৃত সত্য সামনে আসবে।” তবে নতুন কমিটি গঠনের প্রশ্নে তিনি নীরবতা বজায় রেখেছেন।

ফলে এলাকায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। একদিকে মেলা কমিটির টাকা ফেরতের দাবিতে ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ, অন্যদিকে কাউন্সিলর অশোক পাসওয়ান অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। বর্তমানে এই ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

ghanty

Leave a comment