‘নো রেজিস্ট্রেশন, নো রোড’—কুলটি ট্রাফিক পুলিশের কড়া বার্তা টোটো চালকদের

single balaji

আসানসোল: আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে কুলটি ট্রাফিক পুলিশের উদ্যোগে শুক্রবার সকালে চালানো হল এক বিশেষ অভিযান, যা এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশন ছাড়া চলা টোটো গাড়িগুলোর বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিল পুলিশ

অভিযান চলাকালীন কুলটির জিটি রোড এলাকা থেকে প্রায় ২০টি টোটো গাড়ি জব্দ করা হয়েছে। কুলটি ট্রাফিক গার্ডের ওসি অসীম কুমার দে জানান, “যেসব টোটো রেজিস্ট্রেশন ছাড়া রাস্তায় চলছিল, সেগুলো আপাতত আটক করা হয়েছে। এখনও জরিমানা করা হচ্ছে না, তবে খুব শিগগিরই গাড়ির রেজিস্ট্রেশন না করালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “আগামীতে যদি কোনো টোটো রেজিস্ট্রেশন ছাড়া চলতে দেখা যায়, তাহলে চালক ও মালিক উভয়ের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, বিনা রেজিস্ট্রেশনের টোটো চলাচলের ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ ভীষণভাবে বিঘ্নিত হচ্ছিল এবং দুর্ঘটনার আশঙ্কা ক্রমশ বাড়ছিল। এবার পুলিশের অভিযান এলাকায় শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

সূত্রের খবর, আগামী দিনে ট্রাফিক পুলিশ ও পুর প্রশাসন যৌথভাবে ‘নো রেজিস্ট্রেশন, নো রোড’ অভিযানের পরিকল্পনা করছে, যাতে সব ই-রিকশা ও টোটো গাড়ি বৈধভাবে নথিভুক্ত হয়।

ghanty

Leave a comment