আসানসোলের এলসি মোড় সংলগ্ন অঞ্চলে বৃহস্পতিবার ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মা–ছেলের পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে নিজের মাকে নৃশংসভাবে খুন করল ছেলে বিশাল সিন্হা।
ঘটনার পর থেকেই পুরো এলাকা শোক, আতঙ্ক ও ক্ষোভে উত্তাল।
🔥 কীভাবে ঘটল এই মর্মান্তিক হত্যাকাণ্ড?
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ভেতর কোনও বিষয় নিয়ে মা–ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ক্রমে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রাগের মাথায় বিশাল একটি ভারী বস্তু দিয়ে তার মা সুশীলার মাথায় আঘাত করে। রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।
চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এলেও তখন সব শেষ। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়।
👮♂️ পুলিশের পক্ষ থেকে কী বলা হয়েছে?
মোটিরাম থানার পুলিশ জানিয়েছে—
- ঘটনার সঙ্গে যুক্ত বিশাল সিন্হাকে গ্রেপ্তার করা হয়েছে।
- হত্যায় ব্যবহৃত বস্তুটি উদ্ধার করা হয়েছে।
- মানসিক চাপ, পারিবারিক বিবাদ—সব দিক থেকেই তদন্ত সচল।
- আদালতে পেশ করা হলে তার পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।
তদন্তকারীদের মতে, ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না, তা জানতেই রিমান্ড জরুরি।
😢 এলাকায় শোক ও ক্ষোভ
এই নির্মম ঘটনার পর পুরো এলসি মোড় সংলগ্ন এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পাড়ার মানুষ বলছেন, ‘‘মা–ছেলের ঝগড়া মাঝে মাঝেই হতো, কিন্তু বিশাল এমন নৃশংস হয়ে উঠতে পারে—কেউ ভাবতে পারেনি।’’












