কুলটিতে শ্রীরামকথার মহা সূচনা—১৫১ মহিলার কলশ যাত্রায় রামময় শহর

single balaji

কুলটি মঙ্গলবার প্রত্যক্ষ করল এক বিশাল ধর্মীয় আবেগের উৎসব। অল ইন্ডিয়া মারওয়াড়ি মহিলা সম্মেলন, কুলটি শাখার উদ্যোগে শুরু হলো নয়দিনব্যাপী শ্রীরামকথা মহোৎসব। ভোর থেকে শহরের বাতাসে ভাসতে থাকে ভক্তি, শঙ্খধ্বনি, আর “জয় শ্রী রাম” এর গগনভেদী ধ্বনি।

🔸 কলশ যাত্রায় ১৫১ মহিলার পদযাত্রা—শহরের চোখে দেখা গেল ভক্তির সাগর

নীলকণ্ঠ মহাদেব মন্দিরে কলশপূজা ও জলাভিষেকের পর প্রধান যজমান পঙ্কজ পোদ্দার ও সাক্ষী পোদ্দার রামায়ণ মাথায় নিয়ে যাত্রা শুরু করেন। প্রায় ১৫১ মহিলা কলশ হাতে ঐতিহ্যবাহী সাজে শোভাযাত্রায় অংশ নেন। নিউ রোড হয়ে কলেজ মোড় পর্যন্ত পুরো পথ ভরে ওঠে ভক্তিময় পরিবেশে।

পথের দু’ধারে দাঁড়িয়ে স্থানীয় মানুষজনও যাত্রার ওপর ফুল বর্ষণ করেন। অনেকেই লাইভ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন—যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

🔸 প্রথম দিনের কাথায় শিবম শুক্লা জী মহারাজ: “সত্যের পথই রামের পথ, ফল পেতে সময় লাগলেও জয় নিশ্চিত”

মহারাজ বলেন—
“শ্রীরাম নাম এমন শক্তি যা জন্ম থেকে মৃত্যুর পরের পথ পর্যন্ত আলো দেখায়।”
তিনি শ্রোতাদের বলেন, যদি আমরা রামের চরিত্র ও নীতি জীবনে ধারণ করি, তবে কোনো বিপদ বা মায়া মানুষের জীবনে স্থায়ী হতে পারবে না।

তিনি আরও জানান—
“এই শতাব্দী সনাতন ধর্মাবলম্বীদের কাছে রামের শতাব্দী। দেশজুড়ে রামভক্তির জোয়ার।”

🔸 উপস্থিতিতে ঝলমল করল কুলটি শাখা

সভানেত্রী সাক্ষী পোদ্দারসহ মারওয়াড়ি মহিলা সম্মেলনের সকল সদস্যারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও মহিমান্বিত করেন। বাগান প্রাঙ্গণে শ্রীরামের ঝাঁকি, আলোকসজ্জা ও ভক্তিমূলক সংগীতে তৈরি হয় এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ।

নয়দিনব্যাপী এই কাথা শেষে মহাপ্রসাদের আয়োজনও করা হবে বলে আয়োজকরা জানান।

ghanty

Leave a comment