আসানসোল, কুলটি: কুলটি থানার অন্তর্গত চিনাকুড়ি এলাকায় গত রাতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। ৪৫ বছর বয়সী গোপাল মাহাতোকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ভয়াবহ এই হত্যার পর গোটা এলাকায় চাঞ্চল্য, আতঙ্ক আর তীব্র উত্তেজনার পরিবেশ ছড়িয়ে পড়েছে।
মৃতকের স্ত্রী কমল দেবী চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেন – “অনিল কৃষ্ণ পান্কজ নোনিয়া আমার স্বামী গোপাল মাহাতোকে খুন করেছে। ও-ই দায়ী এই ঘটনার জন্য।” স্ত্রীর এই বক্তব্যের পর এলাকায় চাঞ্চল্য আরও বেড়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, এই হত্যার নেপথ্যে পুরনো আক্রোশ ও ব্যক্তিগত বিবাদ থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন, আর্থিক লেনদেন বা জমি-সংক্রান্ত সমস্যাই এই নৃশংস ঘটনার কারণ হতে পারে।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঘটনার জেরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন স্থানীয়দের শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।
গোপাল মাহাতোর পরিবার এখন শোকে ভেঙে পড়েছে। স্ত্রী, সন্তান ও আত্মীয়দের কান্নায় ভেঙে পড়েছে গোটা বাড়ি। প্রতিবেশীরাও ক্ষোভ উগরে দিয়ে বলছেন – “যে অপরাধ করেছে তার কঠোর শাস্তি চাই।”
এই হত্যাকাণ্ড এখন আসানসোলের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।