কুলটি: শনিবার কুলটির বিধায়ক ডা. অজয় পোদ্দার কুলটি স্টেশনসহ রেল ক্রসিং পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে কুলটির বাসিন্দারা কুলটি রেল ক্রসিং-এ একটি ওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন, যাতে মানুষ যানজট থেকে মুক্তি পেতে পারে। রেল ক্রসিংয়ের কাছে যানজটের কারণে সাধারণ মানুষ প্রায়ই সমস্যায় পড়তেন।
ডা. অজয় পোদ্দার বলেন, “আজ একটি খুশির দিন, কারণ বহু বছরের দাবি প্রায় পূর্ণ হতে চলেছে। বিষয়টি ইতিমধ্যেই ডিপিআর (ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট)-এ পৌঁছেছে। ম্যাপ পাস হয়ে গেছে এবং কয়েক দিনের মধ্যেই তহবিল অনুমোদিত হলে কাজও শুরু হবে।” কুলটির বাসিন্দারা এই খবর শুনে আনন্দিত, কারণ রেল ক্রসিংয়ের পরিবর্তে ওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হতে চলেছে।
বিধায়ক আরও বলেন যে, এই ওভার ব্রিজের মাধ্যমে কুলটির মানুষ দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান পাবেন এবং দৈনন্দিন জীবনে স্বস্তি অনুভব করবেন। বহু বছর ধরে এই ওভার ব্রিজের দাবিতে আন্দোলন করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এখন, এই উদ্যোগের ফলে কুলটির বাসিন্দারা নিরাপদ ও দ্রুত চলাচল করতে পারবেন।