👁️ কুলটিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা: ২০০ জনের চোখ পরীক্ষা, ১০০ জনের ছানির অপারেশন ফ্রি

unitel
single balaji

নাগরিক কমিটির উদ্যোগে ‘আলোকিত কুলটি’ — বিনামূল্যে অপারেশন, থাকা-খাওয়া ও চশমা বিতরণের ঘোষণা

কুলটি (CITY TODAY NEWS NETWORK):
কুলটির সেল গ্রোথ ওয়ার্কস টাউনশিপের ভূতবাড়ি প্রাঙ্গণে রবিবার অনুষ্ঠিত হল কুলটি নাগরিক কমিটির উদ্যোগে একদিনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জি. এস. লাল, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।

অনুষ্ঠানের শুরুতে এশিয়া স্তরে যোগাসনে পদকজয়ী কুলটির কন্যা তুম্পা নন্দী লায়েককে শাল পরিয়ে সম্মান জানানো হয়। তাঁর এই সাফল্যে গোটা কুলটিতে গর্বের পরিবেশ। অনুপর্ণা রায়ের অনুপস্থিতিতে তাঁর পিতা বি. এন. রায়-কে নাগরিক কমিটির পক্ষ থেকে সম্মানিত করা হয়।

নাগরিক কমিটির সভাপতি গুরমিত সিং জানান, “এটি আমাদের ৪৯তম চক্ষু পরীক্ষা শিবির। সমাজের সাধারণ মানুষ যাতে চোখের আলো না হারান, সেটাই আমাদের লক্ষ্য।”

নেতাজি আই হসপিটাল মোরারডি-এর চিকিৎসক ডা. হিমাদ্রি রঞ্জন ও ম্যানেজার রাজেশ চৌধুরী-এর নেতৃত্বে আট সদস্যের চিকিৎসক দল প্রায় ২০০ জনের চোখ পরীক্ষা করেন
পরীক্ষার পর দেখা গেছে, ১০০ জনের ছানির সমস্যা রয়েছে। তাঁদের সকলের অপারেশন নেতাজি আই হসপিটাল মোরারডিতে সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

মরারডি হাসপাতাল ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে রোগীদের জন্য বিনামূল্যে আসা-যাওয়ার ব্যবস্থা, খাবার, থাকার ব্যবস্থা ও চশমা প্রদান করা হবে।
অপারেশনের পর রোগীদের পুনরায় পরীক্ষা করা হবে কুলটিতে এবং ওষুধও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

শিবিরে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক সোমনাথ মুখার্জি, বিমল দে, শীতল গাঙ্গুলি, গৌরহরি গাঙ্গুলি, প্রদ্যুৎ দাস, ইন্দ্রাণী গুপ্ত, অমল মুখার্জি, গোপীকৃষ্ণ দত্ত, অমিশা কর সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

নাগরিক কমিটির সভাপতি গুরমিত সিং-এর কথায়,

“চোখের আলো হারানো মানে জীবনের আলো হারানো। তাই আমরা চেষ্টা করছি কুলটির প্রতিটি মানুষ যেন সুস্থ দৃষ্টি ফিরে পান।”

এই চক্ষু পরীক্ষা শিবিরটি কুলটি অঞ্চলে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ghanty

Leave a comment