কুলটিতে পিএইচই বিভাগের অভিযান, হোটেলের অবৈধ জলসংযোগ কেটে ফেলা

কুলটি :
কল্যানেশ্বরী এলাকায় শুক্রবার সকালে চমকপ্রদ দৃশ্য— পিএইচই (জনস্বাস্থ্য ও কারিগরি) বিভাগের হঠাৎ অভিযান। এলাকায় একাধিক হোটেলের অবৈধ পানীয় জলের সংযোগ কেটে ফেলে দপ্তর। এদিন প্রথমে ‘বর্ষা হোটেল’ থেকে শুরু করে পাশের বাগান এবং ফাঁকা জমির প্রায় আটটিরও বেশি অবৈধ পাইপলাইন কেটে ফেলা হয়।

সবচেয়ে বড় চিত্র উঠে আসে মাইথন থেকে আগত পিএইচই বিভাগের ৩০ ইঞ্চি ‘র-ওয়াটার’ মূল পাইপ ফুঁড়ে অবৈধভাবে নেওয়া সংযোগের। দপ্তরের কর্মীরা জানান সরকারি নির্দেশে এই অভিযান চলছে। তবে সাংবাদিকদের প্রশ্নে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মুখ ঢেকে যান এবং কেবল বলেন, “সরকারি নির্দেশে অভিযান।’’

হোটেল মালিকদের তরফে জলসংকটের কথা উঠে আসে। হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ তিওয়ারি বলেন, “অবৈধ সংযোগ নেওয়া ঠিক নয়। কিন্তু জলসংকট খুব বেশি। পিএইচই দপ্তর যদি নিয়মমাফিক সংযোগ দেয় তবে হোটেল ব্যবসায়ীরা অনেকটাই স্বস্তি পাবেন।”

স্থানীয়রা বলছেন, এই অভিযান যদি নিয়মিত হয় তবে কোটি কোটি লিটার পানীয় জল অপচয় ও অবৈধ ব্যবহার রোধ করা সম্ভব হবে। প্রশাসনের কাছে তাঁদের দাবি, দ্রুত সব হোটেল ও রেস্টুরেন্টে বৈধ সংযোগ দেওয়া হোক যাতে সমস্যার সমাধান হয়।

ghanty

Leave a comment