নিজস্ব সংবাদদাতা, আসানসোল: আসানসোলের মেধাবী ছাত্র কৃষ শর্মা কোলকাতার ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে স্কলারশিপ পেয়েছে, পরিবারসহ এলাকায় খুশির হাওয়া।
এই স্কলারশিপ তার ভবিষ্যতের পড়াশোনায় আর্থিকভাবে সহায়তা করবে। ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে মেধাবী ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য নিয়মিত স্কলারশিপ প্রদান করা হয়।
এই বছর আসানসোলের বাসিন্দা অরুণ শর্মার পৌত্র, বি কম প্রথম বর্ষের ছাত্র কৃষ শর্মা স্কলারশিপ লাভ করেছে। এই খবরে আসানসোলে শর্মা পরিবারে খুশির বন্যা বয়ে যাচ্ছে।
কৃষের পরিবারে, বিশেষ করে তার দাদু অরুণ শর্মা, ঠাকুমা, দাদু রাকেশ শর্মা, বাবা সুভাষ শর্মা, ঠাকুমা, মা, ভাই-বোনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। এই বিষয়ে দাদু অরুণ শর্মা জানান, তার নাতি কৃষ শর্মা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল।
মাধ্যমিক পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে সে অনেক জায়গা থেকে পুরস্কার পেয়েছে। আজ যখন সে কোলকাতার ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে বিএকম প্রথম বর্ষে পড়াশোনা করছে, তখন ভালো নম্বর পাওয়ায় কলেজ থেকে তাকে স্কলারশিপ দেওয়া হয়েছে। তিনি জানান, সে ৯৫% নম্বর পেয়েছে। যার ফলে, যতদিন সে ওই কলেজে পড়বে, তার মোট ফি-এর ৮০% মুকুব করা হবে।