বীরভূম: কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তদের ভিড় উপচে পড়ছে। কিন্তু পুণ্যস্নান ও মাতৃদর্শনের পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে রামপুরহাট থানার বর্ষাল মোড়ে একটি চারচাকা গাড়ি ও যাত্রীবোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চিৎকারে ফেটে পড়ে পরিবেশ।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত প্রায় ১১টার সময় তারাপীঠ থেকে রামপুরহাটগামী একটি চারচাকা হঠাৎ করেই একটি বাইককে ধাক্কা মারে। ক্ষুব্ধ বাইকচালক গাড়িটিকে থামাতে বললেও চালক না দাঁড়িয়ে দ্রুতগতিতে এগিয়ে যায়। কিছুদূর যেতেই বর্ষাল মোড়ে যাত্রীবোঝাই অটোর সঙ্গে জোর ধাক্কা খেয়ে যায় গাড়িটি।
সেই অটোতে থাকা মোট ১১ জন ভক্তের মধ্যে ৮ জন গুরুতর জখম হন। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে রামপুরহাট থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
কৌশিকী অমাবস্যায় প্রতিবছরই লক্ষাধিক ভক্তের ঢল নামে তারাপীঠে। এমন শুভক্ষণে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় ক্ষোভ দানা বেঁধেছে বেপরোয়া গাড়িচালনার বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং পলাতক গাড়িচালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা থাকলে হয়তো এই ঘটনা এড়ানো যেত। এদিকে, হাসপাতালে আহতদের পাশে দাঁড়াতে স্থানীয় সামাজিক সংগঠন ও প্রশাসনের প্রতিনিধিরা এগিয়ে এসেছেন।