মিড ডে মিল বন্ধ! রাঁধুনিদের ছাঁটাই অভিযোগে প্রধান শিক্ষক ঘেরাও কাঁকসায়

single balaji

দুর্গাপুর:
মিড ডে মিলের রাঁধুনিদের কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল কাঁকসার বিদ বিহারের শিবপুর উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার সকাল থেকেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন মিড ডে মিলের সঙ্গে যুক্ত মহিলারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মিড ডে মিলের রান্না সম্পূর্ণ বন্ধ হয়ে যায়

জানা গেছে, ওই বিদ্যালয়ে বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রায় ৪০ জন মহিলা দীর্ঘদিন ধরে মিড ডে মিলের রান্নার কাজ করে আসছেন। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোর করে মাত্র চার জন রাঁধুনিকে রেখে বাকি সকলকে বাদ দিতে চাইছেন। কেন এই সিদ্ধান্ত, তার কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি বলেও অভিযোগ।

এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই স্কুল চত্বরে বিক্ষোভ শুরু করেন রাঁধুনিরা। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় মিড ডে মিলের রান্না। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, যদি অবিলম্বে তাঁদের সকলকে কাজে ফিরিয়ে না নেওয়া হয়, তাহলে স্কুলে তালা ঝুলিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এমনকি প্রধান শিক্ষককেও বিদ্যালয়ে ঢুকতে না দেওয়ার হুমকি দেন তাঁরা।

বিক্ষোভকারী মহিলা এসোনা বাগদি বলেন,
“যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে। আমরা রান্না করতে দেব না। প্রয়োজনে স্কুলে তালা লাগিয়ে দেব।”

অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেন,
“চারজন রাঁধুনির অ্যাকাউন্টে টাকা ঢুকছে, সেই কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজ মিড ডে মিলের রান্না না হলেও পড়ুয়াদের জন্য কেক ও বিস্কুটের ব্যবস্থা করা হয়েছে।”

এদিকে, বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর বলেন,
“সমস্যার কথা শুনেছি। আমি বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলব।”

এই ঘটনার ফলে পড়ুয়াদের পুষ্টিকর খাবার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে পড়ুয়াদের স্বার্থ রক্ষা হয় এবং সমস্যার দ্রুত সমাধান হয়।

ghanty

Leave a comment