রাতভর অভিযানে কাঁকসায় ১০০ কেজি বেআইনি আতশবাজি বাজেয়াপ্ত, তোলপাড় এলাকা!

single balaji

আসানসোল/কাঁকসা:
দীপাবলির আগেই ফের বড় পদক্ষেপ কাঁকসা থানার পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি বেআইনি আতশবাজি বাজেয়াপ্ত করলো পুলিশ। রাতভর নাটকীয় অভিযানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার কিছু পরেই কাঁকসা থানার একদল পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এক স্থানীয় ব্যবসায়ীর গুদামে হানা দেয়। সেখানে মজুত ছিল প্রচুর শব্দবাজি, রকেট, এবং উচ্চক্ষমতাসম্পন্ন আতশবাজি।

অভিযানে বাজেয়াপ্ত করা আতশবাজির ওজন প্রায় ১০০ কেজিরও বেশি। রাত সাড়ে ১০টার মধ্যে ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, কিছুদিন আগেই এক ব্যবসায়ীকে বেআইনি আতশবাজি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে।

কাঁকসা থানার এক আধিকারিকের কথায় —

“দীপাবলির আগে বেআইনি আতশবাজি ও শব্দবাজি বিক্রি রুখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। নিয়মিত টহলদারি ও নজরদারি চলছে, ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের এই দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তির হাওয়া বইছে। অনেকেই বলছেন, “এ ধরনের উদ্যোগ না নিলে প্রতি বছরই আতশবাজির ভয়ঙ্কর শব্দে এলাকা কেঁপে উঠতো।”

পুলিশ প্রশাসনের এই তৎপরতাকে দীপাবলির আগেই বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় মহলের দাবি, পুলিশের এই নজরদারি থাকলে দীপাবলি এবার অনেকটাই শান্তিপূর্ণ ও নিরাপদ হবে।

ghanty

Leave a comment