কাঁকসা, পশ্চিম বর্ধমান – ১৯৪৭ সালের ১৪ আগস্ট, রাতের আঁধারে দেশজুড়ে নেমে এসেছিল বিভীষিকা। বিভাজনের নৃশংসতায় লক্ষ লক্ষ মানুষ তাদের ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছিলেন। অমানবিক অত্যাচার, রক্তপাত ও ষড়যন্ত্রে জন্ম হয়েছিল ভারতের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় – দেশভাগ। সেই ঐতিহাসিক ক্ষতকে স্মরণ করে বৃহস্পতিবার কাঁকসার মিনিবাজারে ‘কালো দিবস’ পালন করল বিজেপি।
মিনিবাজার থেকে প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নিয়ে ডাকবাংলো মোড় পর্যন্ত এক মৌন মিছিলের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা কালো ফিতে বেঁধে শোক প্রকাশ করেন। মিছিল জুড়ে শোনা যায় দেশভাগের শহিদ ও উদ্বাস্তুদের স্মরণে নীরব প্রার্থনা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপি জেলা সহ-সভাপতি রমন শর্মা, গলসি ৬ নম্বর মণ্ডলের সভাপতি প্রশান্ত রায়, বিজেপি নেতা পঙ্কজ জয়সওয়াল, আনন্দ কুমার, পরিতোষ বিশ্বাস সহ আরও অনেকে। নেতৃবৃন্দ জানান, দেশভাগ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল কোটি মানুষের জীবনে স্থায়ী ক্ষতের জন্মদাতা এক কালো অধ্যায়, যা কখনও ভুলে যাওয়া যাবে না।
জনতার অংশগ্রহণে মিনিবাজারে এই কর্মসূচি পরিণত হয় এক আবেগঘন মুহূর্তে, যেখানে বৃদ্ধ থেকে যুবা—সবাই দেশভাগের যন্ত্রণার ইতিহাস স্মরণে মাথা নত করেন।