আসানসোল, 28 ডিসেম্বর 2024: চোরদের দাপট যেন থামছেই না। এবার তারা ভয় পেল না ঈশ্বরকেও। আসানসোলের কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গি আউটপোস্ট সংলগ্ন সালানপুর এলাকায় জাতীয় সড়ক ১৯-এর ধারে অবস্থিত প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে চুরি হয়েছে লক্ষাধিক টাকা। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মন্দিরের তালা ভেঙে দানপাত্র লুটপাট
মন্দিরের সেবক দিলীপ দেবঘরিয়া জানান, সকালে মন্দিরে পৌঁছে তিনি দেখতে পান যে মন্দিরের প্রধান গেটের তালা ভাঙা এবং দানপাত্র খালি। তার ধারণা, দানপাত্রে লক্ষাধিক টাকা ছিল।
পুলিশ তদন্ত শুরু করেছে
কুলটি থানার চৌরঙ্গি আউটপোস্টের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এবং চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। মন্দির এলাকায় সিসিটিভি না থাকার কারণে তদন্তে সমস্যা দেখা দিতে পারে।
স্থানীয়দের ক্ষোভ এবং দাবি
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং মন্দিরের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা বলেন, “এটি ঈশ্বরের ঘর, এখানে এমন ঘটনা কখনও ঘটতে দেওয়া উচিত নয়।”
বিগত মাসেও ঘটেছিল চুরির ঘটনা
প্রসঙ্গত, এটি প্রথমবার নয়। এর আগেও এলাকায় মন্দির চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত দোষীদের ধরা সম্ভব হয়নি।