দুর্গাপুর: অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ালো দুর্গাপুরের কল্পতরু মেলা! শুক্রবার রাতে কোকওভেন থানার দিকের প্রবেশদ্বারের সামনে থাকা একটি দোকানে রান্নার সময় হঠাৎই ছোট গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মেলাজুড়ে।
আগুন দেখে ছুটোছুটি, প্রাণভয়ে পালালেন অনেকে!
চোখের পলকেই আগুনের লেলিহান শিখা দোকান থেকে ছড়িয়ে পড়তে শুরু করে। আতঙ্কে দোকানের কর্মীরা ছোট গ্যাস সিলিন্ডারটি রাস্তায় ছুঁড়ে ফেলেন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাঁরা চট ও জল দিয়ে নেভানোর চেষ্টা করেন।
তবে স্থানীয়দের দাবি, মেলার সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। ঘটনাস্থলে থাকা ফায়ার ফাইটার মেশিনটি বিকল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রশ্নের মুখে মেলা কমিটি, কীভাবে অনুমতি মিলল গ্যাস সিলিন্ডারের?
এই ঘটনা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মেলা কমিটি কীভাবে দোকানিদের ছোট গ্যাস সিলিন্ডার ব্যবহারের অনুমতি দিল, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। দোকানদারদের অভিযোগ, মেলায় নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই, আগুন নেভানোর ব্যবস্থা কার্যত ছিল অকেজো!
এক দোকানদারের কথায়, “আগুন লাগার সময় মেলা কমিটির দেওয়া ফায়ার ফাইটার মেশিন কাজই করেনি। ভাগ্য ভালো, দোকানের কর্মীরা সঙ্গে সঙ্গে সিলিন্ডারটা বাইরে ছুঁড়ে ফেলতে পেরেছিলেন, নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত!”
এদিকে, মেলা কমিটির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে দমকল বিভাগ সূত্রে খবর, এই ধরনের অব্যবস্থাপনার বিষয়ে তদন্ত হতে পারে।