রূপনারায়ণপুরে শ্রীগুরু ও সীমান্তপল্লিতে কালীমন্দিরের শুভ উদ্বোধন

single balaji

রূপনারায়ণপুরের শ্রীগুরু পল্লি ও সীমান্তপল্লিতে রবিবার ভক্তি, আস্থা ও উৎসবের আবহ তৈরি হয়। দীর্ঘ প্রতীক্ষার পর নবনির্মিত কালীমন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। উদ্বোধনের দিন সকাল থেকেই ভক্তরা মন্দির প্রাঙ্গণে সমবেত হন, শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণে পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক ও আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি মন্দিরের ফিতে কেটে উদ্বোধন করেন এবং স্থানীয় বাসিন্দাদের শুভেচ্ছা জানান। তিনি জানান, এই ধরনের মন্দির শুধু ধর্মীয় নয়, সমাজসেবার কেন্দ্র হিসেবেও এলাকাকে সমৃদ্ধ করবে।

উদ্বোধন উপলক্ষে এলাকায় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভক্তদের জন্য প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। মহিলারা ঐতিহ্যবাহী সাজে অতিথিদের বরণ করে নেন, শিশুদের জন্য ছিল নাচ-গান ও ছবি আঁকার প্রতিযোগিতা।

স্থানীয় বাসিন্দাদের মতে, কালীমন্দিরের উদ্বোধনের ফলে এলাকার আধ্যাত্মিক পরিবেশ আরও গভীর হবে এবং সামাজিক সম্প্রীতিও বাড়বে। আয়োজক কমিটি জানিয়েছে, আগামী দিনে মন্দির প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হবে।

ghanty

Leave a comment