আসানসোল, পশ্চিম বর্ধমান:
আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালী পাহাড়ি বাগবন্ধি মোড়ে সোমবার দুপুরে ঘটে এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা। অল্পের জন্য বড় বিপদ এড়ালেন বিজেপি যুব মোর্চার এক নেতা। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, ওই যুব মোর্চা নেতা আসানসোলের বিজেপি কার্যালয় থেকে রাণীগঞ্জের দিকে বাইকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় সামনের একটি গাড়ি হঠাৎ ব্রেক কষে দেয়। ফলে তিনিও তড়িঘড়ি ব্রেক কষলে, পিছন দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাক জোরে ধাক্কা মারে তাঁর বাইকে।
💥 অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিজেপি যুবনেতা
তীব্র ধাক্কায় বাইকটি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত যুবনেতা প্রাণে বেঁচে যান। ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছে অন্যান্য বিজেপি যুব মোর্চা কর্মীরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ—
“পুলিশ এই এলাকায় নিয়মিত অর্থ আদায়ের নামে তোলাবাজি করে চলেছে, অথচ নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই।”
🛑 ৩০ মিনিট রাস্তাজাম, যান চলাচলে বিপর্যয়
রাগান্বিত কর্মীরা প্রায় ৩০ মিনিট ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। এর ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে থানায় ডেকে পাঠায়। দীর্ঘ আলোচনার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
🚓 ডাম্পার চালকের খোঁজে তদন্ত শুরু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে ডাম্পার চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সময় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, যাতে ঘটনার প্রকৃত কারণ জানা যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তাঁরা দ্রুত ট্রাফিক সিগন্যাল ও স্পিড ব্রেকার বসানোর দাবি তুলেছেন।












