কুলটি : আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র ও বিজেপির বর্ষীয়ান নেতা জিতেন্দ্র তিওয়ারি বিজেপি কাউন্সিলর ললন মেহরার (ওয়ার্ড নং ১৭) সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ করলেন।
এই উপলক্ষে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন— “ভারতকে যদি বিশ্বের গুরু বা বিশ্বনেতা হতে হয়, তবে প্রত্যেককে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও শ্রবণ করতে হবে। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং জ্ঞানের এক অশেষ সমুদ্র। জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর গীতার মধ্যেই রয়েছে।”
তিনি আরও বলেন— “শ্রীমদ্ভগবদ্গীতা মানুষকে শিখিয়ে দেয় কী খেতে হবে, কীভাবে চলতে হবে, কখন কোন শব্দ উচ্চারণ করতে হবে। গীতা হল জীবনের সারাংশ। বিশ্বের বহু দেশে গীতা পড়ানো হয়। এমনকি আমেরিকা ও লন্ডনে রাষ্ট্রপতিরাও শপথ গ্রহণ করেন গীতার উপর হাত রেখে। এ থেকেই বোঝা যায় এই গ্রন্থ কত মহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিশ্বগুরু ভারত’ গড়ার স্বপ্ন পূরণ করা আমাদের প্রত্যেক দেশপ্রেমিকের কর্তব্য, আর তা সম্ভব একমাত্র ঐক্যবদ্ধভাবে।”
🔸 এদিন বিজেপি কাউন্সিলর ললন মেহরা ব্যান্ড-বাজনার মাধ্যমে প্রাক্তন মেয়রকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁকে দোপাট্টা পরিয়ে সম্মানিত করেন।
🔸 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা মুখপাত্র রাজেশ সিংহা, কাউন্সিলর গৌরব গুপ্ত, দীপক ঝা, বাবলু সাও, মদন গুপ্ত, রাজু গোরাই, সুধামা ওঝা, প্রদীপ সিংহ, নন্দন শ্রীবাস্তব, মুকেশ যাদব-সহ আরও বহু কর্মী-সমর্থক।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিনে এলাকার মানুষদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই গীতা গ্রহণ করে বলেন, সমাজে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।