জামুরিয়ায় জলসংকটে বিস্ফোরণ! জাতীয় সড়ক অবরোধে উত্তাল জনতা

single balaji

জামুরিয়া, পশ্চিম বর্ধমানঃ
শনিবার সকালে পানীয় জলের তীব্র সংকটের দাবিতে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়লেন। রানিগঞ্জ–সিউড়ি রোডের ৬০ নম্বর জাতীয় সড়কটি কেন্দা ফাঁড়ির অন্তর্গত বিশেষ কেন্দা দুর্গা মন্দিরের কাছে ঘণ্টাখানেক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, বহুদিন ধরে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের মারাত্মক সংকট চলছে। প্রশাসনের একের পর এক আশ্বাস সত্ত্বেও কোনও কার্যকর সমাধান না হওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। এর ফলে সাধারণ যাত্রী থেকে শুরু করে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়িও আটকে পড়ে। রাজ্য সরকারের পাঠানো পানির ট্যাঙ্কারগুলির চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়।

অবস্থা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা খবর কভার করতে গেলে তাদেরও কাজ করতে বাধা দেওয়া হয়।

খবর পেয়ে জামুরিয়া ব্লকের যৌথ বিডিও, জামুরিয়া থানার পুলিশ ও কেন্দা ফাঁড়ির দল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে শান্ত করার চেষ্টা করেন। প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে অবরোধকারীরা সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ghanty

Leave a comment