জামুড়িয়া: দিনের আলো ফুটতেই উত্তেজনার পারদ চড়ল ইকড়া রেলগেট চত্বরে। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই ইকড়া, মহীষাবুড়ি ও চণ্ডীপুর—এই তিন গ্রামের শতাধিক বাসিন্দা রাস্তায় নেমে প্রবল প্রতিবাদে সামিল হন। মুহূর্তে অবরোধে অচল হয়ে যায় জামুড়িয়া থেকে চাকদোলা মোড় পর্যন্ত প্রধান রাস্তা।
🔥 “আর নয়! রাস্তায় নামতেই হল”—ফুঁসে উঠলেন গ্রামবাসীরা
গ্রামবাসীদের অভিযোগ, ইকড়া স্টেশন পর্যন্ত যাওয়া গুরুত্বপূর্ণ রাস্তা বহুদিন ধরে সম্পূর্ণ ভগ্নদশায়। বর্ষা এলেই রাস্তা পরিণত হয় কাদা আর বড় বড় গর্তের খাঁদায়। স্কুলছাত্রী থেকে রোগী—সিন্ধান্তের শেষ নেই ভোগান্তির।
তাদের ক্ষোভ—
“প্রশাসন বহুবার আসবে বলে গেছে, আশ্বাস দিয়ে চলে গেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি!”
🚫 অবরোধ চলতেই পুলিশ–প্রশাসনের নড়েচড়ে বসা
হঠাৎ পথ অবরোধে যানজট তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি সামাল দিতে আলোচনা শুরু হয়। তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন—
“সংস্কারের তারিখ ও কাজ শুরুর নিশ্চয়তা না দিলে অবরোধ উঠবে না!”
⚠️ দুর্ভোগের ছবি—স্কুলছাত্র, রোগী, কর্মজীবী সবাই বিপাকে
অবরোধ চলায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে অ্যাম্বুল্যান্স, অটো, ভ্যান সহ সাধারণ মানুষের যানবাহন। ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীদের একাংশও।
স্থানীয়দের বক্তব্য—
“এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার মানুষ যাতায়াত করেন। রাস্তাটা এমন হলে দুর্ঘটনা হওয়া সময়ের অপেক্ষা।”
🔍 গ্রামবাসীদের দাবি—স্থায়ী সমাধান চাই, শুধু আশ্বাস নয়
গ্রামবাসীদের জোর দাবি—রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা, সঠিক সোলিং ও পিচঢালাইয়ের স্থায়ী ব্যবস্থা করা হোক। নইলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
প্রশাসনের তরফে ইতিমধ্যেই রাস্তাটির পরিদর্শন করার আশ্বাস দেওয়া হয়েছে।












