নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় খবর। অ্যাডহক বোনাসের পর সিভিক ভলান্টিয়ারদের টার্মিনাল সুবিধার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ৬০ বছর বয়সের পর ৫ লাখ টাকা এককালীন টার্মিনাল সুবিধা দেওয়া হবে। আগে এটি ছিল ৩ লাখ টাকা। এই নির্দেশিকা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরও জানিয়েছে যে, সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা যাচাই করে এই অবসর ভাতা প্রদান করা উচিত। এই বিষয়ে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। গত সপ্তাহেই সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করা হয়েছিল। গত বছরের তুলনায় এই বোনাস বেড়েছে।
এবার অবসর ভাতা বৃদ্ধির খবর এসেছে। দুর্গাপূজার কয়েক মাস আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুসংবাদ। গত বুধবার নবান্ন বোনাস নোটিশ জারি করেছে। একই সময়ে, আজ বৃহস্পতিবার, অবসর ভাতার পরিমাণ বেড়েছে।
বর্তমানে রাজ্যে দুই লক্ষেরও বেশি সিভিক ভলান্টিয়ার রয়েছে। তারা পুলিশের সহায়তা করে। বিশেষ করে এলাকায় টহলদারি, ট্রাফিক ব্যবস্থাপনা প্রধানত সিভিক ভলান্টিয়াররা করে। তবে, হাইকোর্টের আদেশ অনুযায়ী, আইনশৃঙ্খলা সম্পর্কিত কোনো বিষয়েই সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা যাবে না।
বাজেটে বেতন বৃদ্ধির সঙ্গে রাজ্য সরকার ঘোষণা করেছে যে, পুলিশের চাকরির ২০ শতাংশ সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। যা এতদিন ১০ শতাংশ ছিল।