৯৮ কোটির জরিমানা কিন্তু ভাঙা বন্ধ! সেটিং না সমঝোতা? জামুড়িয়ার কারখানা ইস্যুতে জমে উঠেছে বিতর্ক

single balaji

জামুড়িয়া, পশ্চিম বর্ধমান:
আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি বিশেষ দল বৃহস্পতিবার জামুড়িয়ার ইকড়া শিল্পাঞ্চলে অবস্থিত গগন ফেরোটেক লিমিটেড নামক একটি কারখানায় অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে শেষমেশ খালি হাতে ফিরে আসতে বাধ্য হয়।

জানা গিয়েছে, ঐ কারখানায় প্রায় ৩৭,০০০ বর্গফুট জায়গা জুড়ে অবৈধ নির্মাণ হয়েছে এবং কর্পোরেশন সেই কারণে ৯৮ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিল। তবে অবাক করার মতোভাবে শেষ মুহূর্তে সেই ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয় এবং মাত্র ২০ লাখ টাকা গ্রহণ করে আপাতত বিষয়টি স্থগিত করে দেওয়া হয়েছে

কারখানার সাথে ‘সেটিং’ না তদন্তযোগ্য ঘটনা?

২০২৩ সালে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় মোট ১৭টি কারখানার বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগে অভিযান শুরু করেছিল। গগন ফেরোটেক সেই তালিকার অন্যতম। বৃহস্পতিবার কর্পোরেশনের দল বুলডোজার, নোটিশ ও নিরাপত্তা নিয়ে হাজির হলেও শেষ মুহূর্তে কোনো অজানা কারণে ভাঙার কাজ থেমে যায়।

স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, ৯৮ কোটি টাকার জরিমানা দাবি করে যদি ২০ লাখে মিটে যায়, তাহলে অবৈধ নির্মাণ কি উৎসাহ পাবে না? অনেকে বলছেন, এ যেন আইনের চোখে প্রকাশ্য উপহাস।

রাজনৈতিক চাপ না কি শিল্পমালিকদের প্রভাব?

বিরোধী নেতারা এই ঘটনায় কর্পোরেশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা দাবি করেছেন, এটি একেবারে স্পষ্টভাবে “সেটিংয়ের” ফল এবং এর তদন্ত হওয়া উচিত। অন্যদিকে কর্পোরেশন এখনও এবিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।

ghanty

Leave a comment