• nagaland state lotteries dear

সৎ চোর! কুলটিতে ধরা পড়ে নিজেই স্বীকার করল জেলে যাওয়ার কথা

কুলটি: বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ কুলটি থানার অন্তর্গত কলেজ রোডের কাছে প্রজাপতি ম্যারেজ হলের সামনে একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। ধৃত ব্যক্তিকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রাখে স্থানীয়রা।

ধৃত ব্যক্তি তার নাম সুকুমার হাঁদি বলে জানায় এবং সে ৪০০ টাকা চুরির অভিযোগ স্বীকার করে। চোরটি এতটাই সৎ ছিল যে, তাকে জিজ্ঞাসা করার পর সে নিজে থেকেই অপরাধ স্বীকার করে এবং জানায় যে সে শীঘ্রই জেলে যাবে।

ঘটনার খবর স্থানীয় কাউন্সিলর ও বরো চেয়ারম্যান চৈতন্য মাঝিকে জানানো হয়। কাউন্সিলর চৈতন্য মাঝি ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন।

ghanty

Leave a comment