আসানসোল: একসময় বাঁশের ঠেসে দাঁড়ানো ঘর, টিনের চাল দিয়ে বৃষ্টির জল টপ টপ করে পড়ত। সেই ঘরেই জন্ম এক স্বপ্নের— আর আজ সেই স্বপ্নের নাম আদর্শ প্রসাদ, যিনি সম্প্রতি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) পরীক্ষায় সফল হয়েছেন। তাঁর সাফল্যে খুশিতে চোখে জল বাবা-মায়ের, আনন্দে ফেটে পড়েছে গোটা পাড়া।
আদর্শের বাবা দুর্গেশ প্রসাদ পেশায় একজন ফেরিওয়ালা। প্রতিদিন ভোরবেলা তিনি ঝাড়খণ্ডের ধানবাদসহ বিভিন্ন জায়গায় পণ্য বিক্রি করতে যেতেন। জীবনের এক একটি দিনই ছিল সংগ্রাম, কিন্তু মন ভরা আশা— সন্তানদের পড়াশোনার জন্য যেন কোনওদিন থেমে না যায় তাঁদের চেষ্টা।
দুর্গেশ প্রসাদ ও তাঁর স্ত্রী মায়া দেবী বলেন,
“আমরা কখনও বিলাসী জীবন পাইনি, কিন্তু ছেলেকে মানুষ করার স্বপ্ন ছিল চোখে। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে— আমাদের ছেলে CA হয়েছে, এ আমাদের জীবনের সবচেয়ে বড়ো পুরস্কার।”
আদর্শ বলেন,
“রাতের বৃষ্টিতে বই ভিজে যেত, ছাদ ফুটো হয়ে জল পড়ত, কিন্তু বাবা-মায়ের মুখের হাসিটাই আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে। তাঁদের জন্যই আজ আমি এই জায়গায়।”
পরিবারের আরও এক ছেলে ও এক মেয়ে বর্তমানে বিদেশে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছে, যা এই পরিশ্রমী পরিবারের অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ।
স্থানীয় মানুষ বলছেন, আদর্শের সাফল্য শুধু এক পরিবারের নয়, বরং সমাজের দরিদ্র কিন্তু মেধাবী তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।












