আসানসোল শহর আজ ভক্তিময় পরিবেশে মগ্ন। আসানসোল গুরু নানক গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি-র উদ্যোগে জগতগুরু শ্রী গুরু নানক দেব জির ৫৫৬তম প্রকাশ উৎসব মহা ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে। এই পবিত্র উপলক্ষকে কেন্দ্র করে দুই দিনব্যাপী বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে আসানসোলের গুরু নানক কমিউনিটি হল থেকে “পঞ্চ পিয়ারে”-এর নেতৃত্বে গুরু গ্রন্থ সাহিব জির শোভাযাত্রা সূচনা হয়। শহরের জি.টি. রোড, হাটন রোড ও গোরাই এলাকা পরিক্রমা করে শোভাযাত্রা পৌঁছে যায় গুরু নানক মিশন হাই স্কুল (ইসমাইল) প্রাঙ্গণে, যেখানে শুরু হয়েছে পবিত্র অখণ্ড পাঠ।

ধর্মপ্রাণ শিখ ভক্তদের ঢল নেমেছে শোভাযাত্রা ও গুরুদোয়ারা প্রাঙ্গণে। সর্বত্র “ওয়াহেগুরু জি দা খালসা, ওয়াহেগুরু জি কি ফতেহ”-এর ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে।
৫ নভেম্বর অখণ্ড পাঠের সমাপ্তি হবে। এরপর সকাল ১০টা থেকে গুরুদোয়ারা প্রাঙ্গণে বিশেষ দেওয়ান সাজানো হবে, যেখানে পাঞ্জাব থেকে আগত বিখ্যাত কীর্তন দল ও হজুরি রাহি ধর্মীয় বাণী ও গুরুবাণী পাঠ করবেন। দুপুর ২টায় শুরু হবে বিশাল নগর কীর্তন, যা গুরু নানক কমিউনিটি হলে গিয়ে শেষ হবে।
এছাড়া ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত রামবন্ধু তালাব সংলগ্ন আসানসোল কমিউনিটি হলে প্রতিদিন রাতে বিশেষ দেওয়ানের আয়োজন করা হবে। সকল অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের জন্য গুরু কা লঙ্গর এর ব্যবস্থাও করা হয়েছে, যাতে সবাই সমানভাবে প্রীতিভোজে অংশ নিতে পারেন।
স্থানীয় গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সদস্যরা জানিয়েছেন, “এ বছর প্রকাশ উৎসবে আসানসোল ও আশপাশের জেলা থেকে হাজার হাজার ভক্ত অংশ নিচ্ছেন। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাম্য, প্রেম ও মানবতার এক মহান বার্তা।”

















