“মোদীর জিএসটি বদল সাধারণের বড় স্বস্তি”-— সুব্রত ঘাঁটির প্রশংসা কেন্দ্রীয় সিদ্ধান্তে

single balaji

আসানসোলঃ
পূজোর আগেই কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জিএসটি কাঠামোতে বড় পরিবর্তনের ঘোষণা করেছে। এর ফলে বহু নিত্যপ্রয়োজনীয় ও ব্যবহার্য জিনিসের দাম কমেছে, আর সাধারণ মানুষের পকেটের চাপও অনেকটাই হালকা হয়েছে।

আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ঘাঁটি ওরফে মিঠু ঘাঁটি কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন— “এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য এক বিশাল স্বস্তির বার্তা। বিশেষত মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ অনেকটাই কমবে।”

📌 ছোট গাড়ি ও টিভি ক্রেতাদের জন্য সুখবর
মিঠু ঘাঁটি জানিয়েছেন, ভারতের গাড়ির বাজারে ছোট গাড়ির চাহিদা সবচেয়ে বেশি। এই প্রেক্ষাপটে ছোট গাড়িতে জিএসটি কমানো হলে সাধারণ মানুষের সুবিধা হবে।
এছাড়াও ৩২ ইঞ্চির নিচের টেলিভিশন থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করায়, অসংখ্য পরিবার সরাসরি উপকৃত হবে।

📌 জমাখোরি রুখতে সতর্কবার্তা
যদিও কিছু পণ্যে জিএসটি ২৮% থেকে বাড়িয়ে ৪০% করা হয়েছে। সে ক্ষেত্রে কেন্দ্র সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন মিঠু ঘাঁটি। তিনি বলেন— “জনগণের সমস্যা এড়াতে সরকারের উচিত বাজারে ওইসব পণ্যের কৃত্রিম সংকট বা জমাখোরি বন্ধ করা।”

📌 বাজারে ইতিবাচক প্রভাবের আশা
মিঠু ঘাঁটি আরও জানান, এই সিদ্ধান্তে বাজারে চাহিদা বাড়বে, উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। ফলে উৎসবের মরসুমে বাজারে নতুন উদ্দীপনা তৈরি হবে।

ghanty

Leave a comment